নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ইত্যাদির প্রেক্ষিতে সৃষ্ট জনদুর্ভোগের প্রতিবাদে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ স্থগিত হয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
উপজেলার জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ একাধিক কর্মসূচি পালনের দিন, তারিখ ও সময় উল্লেখপূর্বক প্রশাসনের নিকট পূর্বে লিখিত আবেদন করা হয়েছে। উক্ত কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থান ও সময় উল্লেখপূর্বক কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার (২৯ আগস্ট) দুপুরে কর্মসূচিতে অংশ নেওয়ার পূর্বেই গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক উভয় পক্ষের নেতৃবৃন্দর সাথে আলোচনা করে উভয় পক্ষের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
এ সময় ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, জুগিরগোফা গ্রামের বিএনপি নেতা কামরুল ইসলাম ও নাসির এবং ষোলটাকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে রোববার থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন যা আদৌ কাম্য নয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জালান, আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতির আশঙ্কায় বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে সমাবেশ স্থগিত করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।