মেহেরপুরের গাংনীতে তিন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা না মানায় ৩ জন ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার ৫ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।