মেহেরপুরের গাংনী বাজারের কাথুলী মোড় এলাকায় মাংসের দাম বেশি নেওয়ায় দুই মাংস বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। প্রতি কেজি মহিষের মাংস ৬শ টাকা দরে বিক্রি করায় মঙ্গলবার দুপুরের দিকে এ জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী মাংস বিক্রেতারা হলো- গাংনী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আব্বাস, ও উপজেলার সাহারবাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আরিফ হোসেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক তাদের নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী। গাংনী থানা পুলিশের একটি টিম
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।