বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এঁর গাংনীতে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে পৌর আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ। শনিবার রাত ৮ টার দিকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু’র নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। আনারুল ইসলাম বাবু’র সঞ্চালনায়
এ সময় পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, নবীর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল হক রানু পৌর কৃষক লীগের সভাপতি বদরুল ইসলাম বুদুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।