গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ
মেহেরপুরের গাংনীর বামন্দি ইউনিয়ন পরিষদে অসহায় দাস ও কোল সম্প্রদায়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বামন্দি ইউনিয়ন পরিষদ থেকে এ উপহার সামগ্রী দাস ও কোল সম্প্রদায়ের ১০০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস উপস্থিত থেকে এ সামগ্রী বিতরণ করেন।
এ সময় বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন, পরিষদের হিসাব সহকারী ইয়াসমিন খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।