মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা উপ-শাখা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ধানখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ধানখোলা উপ-শাখার নির্বাচন কমিটির আহ্বায়ক আবু সাঈদ টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানখোলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার সহ-সভাপতি এনামুল হক নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার ও ধানখোলা উপ-শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।