মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে ফরিদ নওদা (৫০) নামের এক ব্যক্তি মারা গেছে। রোববার বিকেলে পুরন্দরপুর নটগাড়ির মাঠে এ ঘটনা ঘটে। ফরিদ নওদা মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামের মৃত বকস নওদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ নওদা প্রতিদিনের ন্যায় আজও সে নটগাড়ির মাঠে গরুর ঘাস কাটার জন্য যায়। বিকেল সাড়ে ৪ টার দিকে মাঠে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। মাঠে থাকা অন্যান্য কৃষক তার মরদেহ বাড়ি নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছিল।