মেহেরপুরে আবার খাবো ফুড প্যালেস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকালের দিকে মেহেরপুর পশুরহাটের পাশে আনুষ্ঠানিকভাবে আবার খাবো ফুড প্যালেসের উদ্বোধন করা হয়।
মার্সেল মক্কা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আলিমুজ্জামান রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবার খাবো ফুড প্যালেস উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবার খাবো ফুড প্যালেস এর স্বত্বাধিকারী সজীব। পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য মেহেরপুরে প্রায় দুই বছর যাবত অনলাইনে খাবার অর্ডার নিয়ে পদযাত্রা শুরু করেন আবার খাবো ফুড প্যালেস।