মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারীর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন থানা পুলিশের তানভীর ও তইবুর রহমান নামের দুই পুলিশ সদস্য। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার মহাম্মদপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পুলিশ সদস্যরা উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্য। ঘটনাস্থল থেকে ১৪৬ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানা পুলিশের ভবানীপুর ক্যাম্প ইনচার্জ আবুল কালাম আজাদ বুধবার (৩১ মে) রাত পৌনে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মহাম্মদপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের এএসআই রাসেল সঙ্গীও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। আটক এর প্রাক্কালে মাদক কারবারীরা তাদের মোটরসাইকেল দিয়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে মাদকের মালামাল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
মাদক কারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য তানভীর ও তৈবুর রহমান তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সদস্য তানভীর এর অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার মহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ায় মাদক কারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় ভবানীপুর ক্যাম্পের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে তৈবুর রহমান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও তানভীর হোসেন রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ১৪৬ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদের আটক করতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।