মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের ৫৮ তম জন্মদিন পালন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
আজ রাত ৮ টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আলহাজ্ব গোলাম রসুলের বাসায় উপস্থিত হয়ে কেক কাটার মধ্য দিয়ে এ জন্মদিন পালন করেন।
এ সময় মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কুদরত-ই-খুদা রুবেল, সহ সভাপতি শোভন সরকার, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাফিজুর রহমান পলেন, মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ, ছাত্রলীগ নেতা জয়, রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।