মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে সুজন (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে গাংনী বাজারের তহহাট এলাকা থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সুজন কুষ্টিয়া দৌলতপুরের গরুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গাংনী তহহাট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই নুর ইসলাম অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ সুজন নামের এক যুবককে আটক করেন। আটককৃত সুজনের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।