মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা’র স্মরণে শোকসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪ নং বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, আব্দুল হান্নান বিশ্বাস প্রমূখ। এ সময় বক্তারা অধ্যক্ষ গোলাম মোস্তফার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।