আওয়ামী লীগকে এখন থেকে সুসংগঠিত স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার (১৬ মে) সকালে মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজধানীর নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের একথা বলেন।
তিনি আরো বলেন বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে এসেছিলেন বলেই পদ্মাসেতু আজ দৃশ্যমান হয়েছে, আগামী মাসেই এই সেতুর উদ্বোধন করা হবে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল এর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ ৭বছর পর নতুন নেতা নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকেই শহীদ ড. শামসুজ্জোহা পার্কে নেতা কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সম্মেলনের প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বক্তারা দলকে সুসংগঠিত করতে নেতারা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে দ্বিতীয় অধিবেশনে, জেলা আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক এর নাম ঘোষনা করেন দলটির যুগ্ম সাধারন সম্পাদক বাহা উদ্দিন নাসিম।