মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা গাংনীতে আবারও মাত্র তিন ঘন্টার ব্যবধানে ট্রাক চাপায় প্রাণ গেল শিপনের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই মৃদুল কা*রা*গা*রে গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আটক-২ গাংনীর মানিকদিয়া গ্রামে মালচিং পদ্ধতিতে সবজি চাষে কৃষক জহিরের ব্যাপক সাফল্য গাংনীতে যুবদল নেতা হত্যা মামলায় তিন আসামী গ্রেফতার গাংনীতে যুবদলের সভাপতিকে গ*লা কে*টে হ*ত্যা ৮১টি হারানো মোবাইল খুঁজে দিল মেহেরপুর জেলা পুলিশ গাংনীতে নবজাতককে নিয়ে গেছে জ্বিনেরা, পরীক্ষা-নিরীক্ষায় জানা গেল ঘটনা ছিল কাল্পনিক

আশরাফুল আ. লীগের কেউ না, দলের নাম ভাঙ্গিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৭৪৭ বার পঠিত
  1. মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম আওয়ামী লীগের কেউ না, তিনি দলের নাম ভাঙ্গিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। তার এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। গাংনী পেস ক্লাবের সাংবাদিকদের সাথে গাংনী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র আহম্মেদ আলী আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় চত্ত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় গাংনী প্রেস ক্লাবের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম কয়েকদিন আগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন মিথ্যাচার করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস লালন করে না, আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে। আমার সাথে নির্বাচনী কাজে সার্বক্ষণিক রয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক এমএ খালেকসহ নেতৃবৃন্দ। অথচ আশরাফুলের সাথে যারা রয়েছে তার কেউ আওয়ামী লীগ করে না। তারাই ত্রাস কায়েম করতে চাচ্ছে। বিষয়টি নিয়ে সবাইকে সজাগ নজর রাখতে হবে।
স্বতন্ত্র প্রার্থী দলের লোক দাবি করে দলকে বিভ্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, মিথ্যা অপবাদ দিয়ে সে আমাদের চরিত্রকে হনন করার অপচেষ্টায় লিপ্ত। আশরাফুলকে এ সমাজের মানুষ সবাই চেনে। তাই এ বিষয়ে আরও সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।
বক্তৃতায় সাবেক এমপি মকবুল হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে রয়েছে নির্বাচনী মাঠে। অথচ মিথ্যা তথ্য দিয়ে আশরাফুল ইসলাম নির্বাচনী কাজে কালিমা লেপন করছে। সেটা সত্যি সেটা লেখনির মাধ্যমে জনগণকে জানানোর জন্য সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক বলেন, আচরণবিধি লঙ্ঘণের বিভিন্ন সংবাদ আমরা পত্রিকায় দেখছি। কিন্তু আচরণবিধি লঙ্ঘণের একটি বড় জায়গা হচ্ছে নির্বাচনে কালো টাকার ব্যবহার। যা নির্বাচনী সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্থ করে। রায়কে প্রভাবিত করে। যেটি আমাদের সাংবাদিক বন্ধুরা জনগণের সামনে তুলে আনছেন না। এটি যাচাই করে যথাযথভাবে প্রকাশের দাবি করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম বলেন, আমাদের প্রতিপক্ষ হচ্ছে বিএনপি-জামায়াত। অথচ তাদের কোন অভিযোগ নেই। ভুঁইফোড় কেউ কোন অভিযোগ করলে তা গ্রহণযোগ্য নয়।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু এবং উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন বক্তৃতায় বলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম নিজেকে বিভিন্ন সময়ে দলের নেতা বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী কোন সংগঠনের সদস্য নন।
প্রসঙ্গত, আগামি ১৬ জানুয়ারী দেশের পৌর নির্বাচনে দ্বিতীয় ধাপে গাংনী পৌরসভায় ভোট গ্রহণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo