ফুরকান আহমেদ খান(৩৫) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম গাংনী হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করে। ফুরকান আহমেদ গাংনীর চৌগাছা পশ্চিম পাড়ার ইদ্রীস আলীর ছেলে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ফুরকান একজন চিহ্নিত ইয়াবা পাচারকারী। সে ইয়াবা নিয়ে গাংনী হাইস্কুলের সামনে অপেক্ষা করছে মর্মে সংবাদের ভিত্তিতে এসআই নূর ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।