সারাদেশে ন্যায় মেহেরপুরের গাংনীতেও বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেল ৫ টার দিকে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এঁর নির্দেশনায় তাঁর বাসভবনের সামনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
গৌরব, ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বামুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল বাশার,
যুবলীগ নেতা আল-ফারুকসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলান মোহন, উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ সভাপতি আবু সাইদ টোকন ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।