মেহেরপুরের গাংনীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক ও তাদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে
উপজেলার বামন্দি গ্রামের পশ্চিমপাড়ার মৃত রবগুল হোসেনের ছেলে জাকারিয়া আওয়াল (৫০) কে আটক ও তার কাছ থেকে ১০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়। একই সাথে তেরাইল গ্রামের বাগানপাড়ার মৃত দলিম উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩০) কে বামন্দি ক্যাম্পপাড়া থেকে আটক ও তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে বাওট গ্রামের টাওয়ারপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে কবিরুল ইসলাম (৪৭)কে কল্যাণপুর মন্ডলপাড়া থেকে আটক ও তার দেহ তল্লাশি করে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ক্যাম্পপাড়া ও কল্যাণপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বামন্দি গ্রামের জাকারিয়া আওয়ালের কাছে থেকে ১০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪ হাজার ২’শ টাকা, তেরাইল গ্রামের মিলন হোসেনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও বাওট গ্রামের কবিরুল ইসলাম এর দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, জাকারিয়া আওয়ালের বিরুদ্ধে ইতোপূর্বে আরো ৫টি মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।