মেহেরপুরের গাংনীতে বনায়ন লীফ রিজিয়ন কর্মসূচির আওতায় তাল গাছের চারা রোপণের আয়োজন করেছে ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের খেজুরতলায় মাঠে এ তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্রিটিশ টোবাকো কোম্পানীর মেহেরপুর রিজিয়ন কর্মকর্তা সাজ্জাদ রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
সাবেক ছাত্রনেতা রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মাস্টার, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
এ সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আল-আমিন হোসেন, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এবং প্যানেল মেয়র তৌহিদ মুর্শেদ অতুল, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনসহ মাইলমারী ধলা গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইতোমধ্যেই কৃষকদের কল্যাণের দিক বিবেচনায় রেখে বজ্রপাতে মৃত্যু নিয়ন্ত্রণে শেখ হাসিনা কৃষক ছাউনী তৈরি করে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন দেশের জনগণ ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রশংসিত হয়েছেন। এরই সফল বাস্তবায়নে ‘জমি দেওয়া হলে কৃষক ছাউনী করে দেবেন’ এমন প্রস্তাবে নওপাড়া গ্রামের নজিম উদ্দিনের ছেলে সিদ্দিক আলী জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন। মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন মাঠের প্রস্তাবিত স্থানে শেখ হাসিনা কৃষক ছাউনী ও ছাউনীর সাথে একটি দোকান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে কৃষক ছাউনীর জমি দান করার প্রতিশ্রুতিতে সিদ্দিক আলীকে ও শেখ হাসিনা কৃষক ছাউনী নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ায় মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনগণ।