যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (০১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরের অডিটোরিয়ামের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ও মেলার উদ্বোধন ঘোষণা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষি প্রযুক্তি মেলার এমন আয়োজন কৃষির উন্নয়ন ও প্রযুক্তির সঙ্গে একীভূত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
কৃষিই আমাদের অর্থনীতির প্রাণ। দেশের শতকরা প্রায় ৪০ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এখন অপরিহার্য হয়ে উঠেছে।
তিনি আরো বলেন নানা ধরনের কৃষি যন্ত্রপাতি, আধুনিক বীজ, সেচব্যবস্থা, মাটি পরীক্ষার প্রযুক্তি, ড্রোন-চালিত চাষাবাদ, কৃষি তথ্য অ্যাপস ও ডিজিটাল প্ল্যাটফর্ম—যেগুলো কৃষকবন্ধুর সময়, খরচ এবং শ্রম বাঁচাবে। সরকার ইতোমধ্যে ডিজিটাল কৃষি উদ্যোগ, প্রসেসিং সুবিধা, মাঠপর্যায়ে প্রশিক্ষণ এবং নতুন জাত উদ্ভাবনে গবেষণা-কে গুরুত্ব দিচ্ছে। এই মেলার মাধ্যমে কৃষক ও প্রযুক্তিবিদের মধ্যে একটি বাস্তব সংযোগ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।
কৃষি অফিসের উন্নয়ন শাখার উপ-সহকারী সেলিম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, জেলা জামায়াতের সেক্রেটারী নাজমুল হুদা।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় সকল ইউনিয়ন মিলে মোট ১৪টি স্টল স্থান পেয়েছে।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারীবৃন্দ, জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাংনী পৌর শাখার সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি সাবান হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম পল্টুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ মেলায় উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সোয়া ১১ টার দিকে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার ঘুরে মেলা চত্বরে এসে শেষ হয়।
বর্নাঢ্য র্যালী শেষে মেলা চত্বরের গেটে লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আনোয়ার হোসেন। পরে স্টলগুলো ঘুরে ঘুরে দেখা ও স্টলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন।