আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনীতে তিন পদে ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২১ এপ্রিল) নির্ধারিত সময়ের মধ্যে তিনটি পদে ১৬ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান এমএ খালেক, সাবেক চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো ও রাশেদুল ইসলাম জুয়েল, মোখলেছুর রহমান মুকুল, ওয়াসিম সাজ্জাদ লিখন, মোশাররফ হোসেন, মজিরুল ইসলাম, লায়লা আরজুমান বানু ও মুকুল আহম্মেদ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ব্যতীত তিনটি পদের সকল প্রার্থী আওয়ামী লীগের।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও রেজাউল করিম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাকিয়া আক্তার আল্পনা ও নাছিমা খাতুন।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল।প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।