মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে জিহান হােসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জিহান শালদহ গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল শিশু জিহাদ তার বাড়ির উঠানে খেলা করছিল। তার মা সংসারের কাজ করছিল। হঠাৎ সে মায়ের চোখের আড়ালে গিয়ে পাশের একটি গর্তের পানিতে পড়ে ডুবে যায়। শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের গর্তের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।