মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অন্যতম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০ টার দিকে গাংনী বাজারের থানা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল আওয়াল ও মনিরুজ্জামান গাড্ডু, সহ- সভাপতি শহিদুল ইসলাম নাসির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী,
থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, থানা যুবদলের সভাপতি আব্দুল মালেক চপল, পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হারুন-অর রশীদ বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দিন, থানা ছাত্রদলের সভাপতি মাজেদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন, পৌর ছাত্রদলের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বিএনপি নেতা ও ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা জাফর আকবর, মুকুলসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।