মেহেরপুরের গাংনীতে বিষপানে অসুস্থ জহিরুল হক সেফটু (৫৫) অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহিরুল হক সেফটু মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আঃ সাত্তারের ছেলে ও গাংনী উপজেলাধীন বাওট গ্রামের হাউস আলীর জামাতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সেফটু গত মঙ্গলবার (০৪ মে ২০২১ ইং) তারিখে ঘাস মারা বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বাওট গ্রামে জহুরুল হক সেপটু নামের এক ব্যক্তির বিষপানে মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।