মেহেরপুরের গাংনীতে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামী আমিরুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে সিপিসি র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার সাহারবাটি চারচারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রঞ্জিত মন্ডলের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ মনিরুজ্জামান সিপিসি- মেহেরপুর র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, মানব পাচার মামলার আসামীরা লোভনীয় প্রলোভন দেখিয়ে এলাকার শতাধিক ব্যক্তির কাছ থেকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৪ লাখ ৮০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
ওই মামলার প্রেক্ষিতে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সাহারবাটি এলাকা থেকে মানব পাচার মামলার এজাহারনামীয় ০৪ নম্বর পলাতক আসামী আমিরুল ইসলামকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করে গাংনী থানায় সোপর্দ করেছে। শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোফাজ্জেল হোসেন বাদী হয়ে ৬ ব্যক্তিকে আসামি করে গাংনী থানায় একটি মানব পাচার মামলা করেন। মামলা নম্বর ৩২ (২) ২৪।
ওই মামলার পর থেকেই আমিরুল ইসলামসহ বাকি আসামিরা আত্মগোপনে ছিল।