মোটর সাইকেলের ধাক্কায় খাইরুন নেছা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সেই সাথে আহত হয়েছে মোটর সাইকেল চালক আশিক (২১)। বৃহস্পতিবার (০৮/০৯/২০২২) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরন নেছা উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর স্ত্রী।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় রাসেল আহমেদ জানান, গাংনী- কাথুলী-সড়কে ভাটপাড়া (কুঠি) এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন খাইরুন নেছা নামের এক নারী । এ সময় গাংনীর দিক থেকে মোটর সাইকেল যোগে আশিক দ্রুতগতিতে কাথুলী গ্রামের দিকে যাচ্ছিল। মোটর সাইকেল চালক ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাইরুন নেছা নামের ওই নারীকে ধাক্কা দেয়। মোটর সাইকেলের ধাক্কায় তিনি পাকা সড়কে ছিটকে পড়ে অচেতন হয়ে পড়েন। একই সাথে মোটরসাইকেল চালক আশিকও মারাত্মকভাবে আহত হয়। আশিক মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। খাইরুন নেছা’র অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে প্রেরণ করা হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক খাইরুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত আশিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।