গাংনীতে মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল হালিমের জ্যৈষ্ঠ কন্যা শোভা নাজমীন হুসনাকে নিমর্মভাবে হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ১১ টার সময় গাংনী সরকারী ডিগ্রী কলেজের আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রবিউল ইসলাম মাগুরা সদর উপজেলার শেওড়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
মানববন্ধন কর্মসূচিতে গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জেপির নেতা আব্দুল হালিম, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, গাংনী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন রেজা প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে গাংনী সরকারী ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, মহিলা সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত, নিহতের পিতা আব্দুল হালিম জানান, ১০ সেপ্টেম্বর ২০১৯ সালে রাতে ঢাকা গাজীপুরের একটি ভাড়াটিয়া বাসায় স্বামী রবিউল ইসলামের হাতে তার জ্যৈষ্ঠ মেয়ে শোভা নাজনীন হুসনা নির্মমভাবে খুন হয়। পরে ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে গাজীপুর সদর থানায় তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি নারী ও শিশু ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে।