মেহেরপুরের গাংনীতে ‘সুশাসনের জন্য নাগরিক’সুজনের উদ্যোগে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
“রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” এ প্রতিপাদ্যে সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
গাংনী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) ও গাংনী উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান।
উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম এর সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সুজনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংবাদিক তোফায়েল হোসেন, এস এম রফিকুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল হক রানু প্রমুখ।
রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই। তাই শুদ্ধাচার পালনে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রে এ চর্চা চালিয়ে যাওয়ারও অভিমত ব্যক্ত করেন বক্তারা।
এ সময় সুজনের জেলার সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।