মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৫ ব্যক্তির দুইলক্ষ টাকা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে গাড়াবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলেন, গাড়াবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম, সহোদর ভাই আসাদুল হক ও লাবলু, একই গ্রামের ডাবলু হোসেনের ছেলে রাব্বি হোসেন এবং মরহুম বদরউদ্দিনের ছেলে এনদাদুল হক।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে গাড়াবাড়িয়া গ্রামের ৫ ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রায় দেড় ঘন্টা অক্লান্ত প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভুক্তভোগী পরিবারগুলো প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ইছাহক আলী বিশ্বাস জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে ৫টি পরিবারে ঘর, ঘরের মালামাল, পাটকাঠি, বিচুলি পালা ও বৈদ্যুতিক মিটারের ক্ষয়ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গাড়াবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।