মেহেরপুরের গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়রসহ কাউন্সিলরগন দায়িত্বভার গ্রহন করেছেন । বুধবার বিকেল সোয়া তিনটার দিকে পৌরসভা কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন। প্যানেল মেয়র ও সাবেক মহিলা কাউন্সিলর মলিদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম। আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, রাহিবুল ইসলাম, মেয়র পত্নি লতিফা হেলালী, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, কাউন্সিলর মিজানুর, আছাল উদ্দিন, হাফিজুল ইসলাম ও মোকছেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হাসান, কাউন্সিলরগনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী পৌরসভায় পৌছালে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন । স্বাগত বক্তব্য রাখেন গাংনী পৌরসভার সচিব প্রকৌশলী শামীম রেজা। পৌরসভার পক্ষ থেকে নুতন মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর মলিদা খাতুন । বক্তারা পৌরসভার উন্নয়নে নুতন মেয়রের সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন । এর আগে গতকাল গাংনী পৌরসভার নব-নির্বাচিত পৌর পরিষদ গতকাল সকালে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে শপথ গ্রহন করেন ।