মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর মহাসিনিয়া সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সাল এমিটি এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সম্পূর্ণভাবে অরাজনৈতিক এ সংগঠনটির পরিচালক খুলনা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মেহেদী হাসান। তাঁর দক্ষ নেতৃত্বে এলাকা ও বিভিন্ন জেলার বেশ কিছু সংখ্যক যুবক সংগঠনটিতে স্বেচ্ছাসেবার ভিত্তিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ খাদ্য সামগ্রী বিতরণ এর আগে স্বেচ্ছাসেবক শামীম রেজা মানিক সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য, বিভিন্ন প্রকল্প, কর্মপরিধি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় স্বেচ্ছাসেবক রুবেল হোসেন, ফিরোজ হোসেন, ইলিয়াস হোসেন, নাসির উদ্দিন, আনোয়ার পাশাসহ মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষক মন্ডলী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।