রোববার (২৮ নভেম্বর) সারাদিন, ব্যালট পেপার হাতে নিন, নৌকা মার্কায় ভোট দিন। এ স্লোগানকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর পত্নী লাইলা আরজুমান বানু শিলা ষোলটাকা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলবার হোসেনের নৌকা মার্কা প্রতিককে বিজয়ী করতে ছুটছেন ভোটারদের দারে দারে।
ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর, শিমুলতলা, রুইয়েরকান্দি, সহড়াবাড়িয়া গ্রামের ভোটারদের নিকট গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলবার হোসেনকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এ সময় সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজ, নাসিমসহ অন্যান্য কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।