বিট পুলিশিং কি?, বিট পুলিশিং ও সম্প্রসারিত পুলিশিং এর মধ্যে পার্থক্য, বিট পুলিশিং এর কত ধারা, বিট পুলিশিং এর উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। বিট পুলিশিং কার্যক্রম সফল করতে তিনি সকল শ্রেণী-পেশার মানুষেকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম, ১১ নম্বর বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার নুর ইসলাম ও মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, ধানখোলা ইউনিয়নের ইউপি সদস্য বশির আহমেদ, ধানখোলা বাজার কমিটির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ টোকন, ধানখোলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।