যুদ্ধের সময় মেহেরপুরের গাংনী উপজেলার এই ষােলটাকা গ্রামে আমি রাত্রি যাপন করেছি। দেশ স্বাধীন করতে এই এলাকার মানুষের অনেক ভূমিকা ছিল। বঙ্গবন্ধুর আদর্শ, জাতির পিতার ডাকে সাড়া দিয়েই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমাদের সবাইকে এই দেশটাকে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সমর্থন দিতে হবে।
চুয়াডাঙ্গার দর্শনা হয়ে মুজিবনগর থেকে মেহেরপুর রেললাইন স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে প্রক্রিয়া চলছে। গাংনী উপজেলাকে রেললাইনের সাথে কানেক্টের বিষয়ে এমপি আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরসহ সংশ্লিষ্টদের সাথে বসে ঠিক করা হবে। তাছাড়া এক সময় রেল টিকেটের কালাে বাজারি থাকলেও বর্তমান সরকারের তৎপরতা ও নজরদারিতে তা বন্ধ হয়েছে। আশা করি চিরতরে কালাে বাজারি বন্ধ হয়ে যাবে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত মেহেরপুর জেলাস্থ গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে মুক্তিযুদ্ধকালীন মাননীয় মন্ত্রীর রণাঙ্গনের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন দেশে ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। এই ষড়যন্ত্র উপেক্ষা করে, ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই দেশটা গড়ার জন্য। মেহেরপুর- মুজিবনগর পর্যন্ত রেললাইন আসবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। আমাদের জন্য দোয়া করেন আমরা যারা আছি। আমরা যেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক পচু, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সােহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপু প্রমুখ।
এর আগে শুক্রবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় রেলপথমন্ত্রী সড়ক পথে মেহেরপুরে এসে পৌঁছালে, তাঁকে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর ফুলেল শুভেচ্ছা জানান।
ওই সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকেও মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানাে হয়। পরে দুপুর ৩ টার দিকে মন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন।