শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

মেহেরপুরে ইউসিবি’র উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫৩ বার পঠিত

মেহেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জেলার শিল্পকলা একাডেমীর সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার ৩ টি উপজেলার মোট ১৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, জেলা মৎস্য কর্মকর্তা মো: রোকনুজ্জামান, মেহেরপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রহমত উল্লাহ, ইউসিবির খুলনা বিভাগীয় প্রধান মো: মোল্লা মাসুদ পারভেজ, ইউসিবির গাংনী ব্রাঞ্চের ম্যানেজার মো. মঞ্জুরুল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশের লক্ষ্যে সারা দেশে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সহজ শর্তে ঋণ-সহায়তা দেওয়া নিশ্চিত করতে ইউসিবি ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে কাজ করছে। আজ ৫২তম জেলা হিসেবে মেহেরপুরে এই প্রশিক্ষণ চলমান।সেই সাথে কৃষি উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রশিক্ষণে উদ্যাক্তা হওযার প্রয়োজনীয়তা, মূলধন গঠন, বিপণন, ফসল প্রক্রিয়াজাতকরণ, সহজ শর্তে কৃষিঋণ ও কৃষি প্রণোদনা সহায়তা পাবার পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র, বীজ, সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo