র্যাবের অভিযানে তিন কেজি গাঁজাসহ রুহুল আমিন রাহুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বূধবার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী থানাধীন কাজীপুর কাচারীপাড়া সাকিনস্থ গোরস্থান সংলগ্ন কাজীপুর হইতে বুড়িপোতাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত রাহুল কুষ্টিয়া ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র্যাব-১২ সোমবার ((৫ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী থানাধীন কাজীপুর কাচারীপাড়া সাকিনস্থ গোরস্থান সংলগ্ন কাজীপুর হইতে বুড়িপোতাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃত রাহুলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।