মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ার মোড়ে চালের টিন কেটে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (দিবাগত গভীর রাতে বামন পাড়ার মোড়ে সোহাগ স্টোরে ও বাইজিদ স্টোরে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চোরেরা দুটি দোকান থেকে সাড়ে ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছে।
বাইজিদ স্টোরের প্রোপাইটর বাইজিদ জানান, বুধবার দিবাগত রাত ১০টার দিকে তারা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে চলে যায়। পরে রাতে দোকান ঘরের ওপরের টিনের চাল কেটে ক্যাশ বাক্সে কোন টাকা না থাকায় চোরেরা দোকানে থাকা সিগারেট, টর্চ লাইট, সাবান, তেল সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছে। তিনি আরো জানান, একই সাথে ওই সময় চোরেরা পার্শ্ববর্তী সোহাগ স্টরেও একই ঘটনা ঘটাই। তাদের দোকানে তেমন কিছু না পাওয়ায় আমাদের দোকানে চুরি করতে আসে। এর আগেও সোহাগ স্টরে নগর ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং ৫০ হাজার সিগারেট চুরির ঘটনা ঘটেছিল।