মেহেরপুরের গাংনীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবনে মায নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ায় এ ঘটনাটি ঘটে। শিশু ইবনে মায মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
ইবনে মায এর নানা হারেজ উদ্দিন জানান, গত শুক্রবার (৭ অক্টোবর) তার মেয়ে সাথী তার ছেলেদের সাথে নিয়ে বেড়াতে আসে। আজ রোববার (০৯ অক্টোবর) সকালে ঘুম থেকে উঠে দালান ঘরের সিঁড়ির নীচে থাকা পানির পাম্পের বৈদ্যুতিক তার ধরে টানাটানি করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে চিৎকার দিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশটি। চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু ইবনে মায এর অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।