মেহেরপুরে আবুল বাশার (৭০) নামের বৃদ্ধ ভ্যান চালককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারী ২০২২) ও বুধবার (২ ফেব্রুয়ারী ২০২২) ভোররাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে রনি খান (২৪) ও আমদহ গ্রামের অযুত আলীর ছেলে রতন (২২)।
মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (২৬ জনুয়ারী ২০২২) দুপুরে সদর উপজেলার আমঝুপি গ্রামে আবুল বাসার নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে নিহতের ছেলে সালাউদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নাম্বার ৩৬, তারিখঃ ২৭/০১/২০২১.
গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শাহ দারা এর তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা সদর থানা ইন্সপেক্টর সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামী রনি খান (২৪) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। রনি খানের স্বীকারোক্তি ও দেয়া তথ্যমতে বুধবার ( ২ ফেব্রুয়ারী ২০২২) ভোররাতে অজ্ঞাতনামা আসামী আমদহ গ্রামের ওযুত আলীর ছেলে রতন (২২) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
কোন সাধারণ মানুষকে হয়রানি ছাড়া খুব অল্প সময়ের মধ্যে পলাতক আসামীদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করায় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজেদুল ইসলামকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।