ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুড়িপোতা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চলের ইটভাটায় বুধবার বিকেলে অভিযান পরিচালিত হয়। মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চলের ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে এমন অভিযোগের সত্যতা পেয়ে ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।