মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন জাতীয় সংসদ সদস্য,স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ছহিউদ্দিনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে শহরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ- সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম,কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও জজ কোর্টের পি পি অ্যাড.পল্লব ভট্টাচার্য,জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হিরা,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
এছাড়াও এসময় আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।