মেহেরপুরে পৃথক ৩ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার রাফিউল আলম। প্রেস রিলিজে বলা হয়, গত ২৯/০৬/২০২২ ইং তারিখ রাত অনুমান ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের শফিউদ্দিনের ছেলে মুকলুকাত লালমনিরহাট (বড়বাড়িয়া গরুহাট) থেকে ছোট বড় ৩৩ টি গরু গরু কিনে অনুমান দুপুর ২ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে গাংনী উপজেলার বামন্দী- হাটবোয়ালিয়া সড়কের ছাতিয়ান ছিটিগাড়ি মাঠের মধ্যে পৌঁছালে অজ্ঞাতনামা ডাকাতরা ৩ লাখ ৯৮ হাজার ৬ শ’ ১০ টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় মুকলুকাত গত ০১/০৭/২০২২ ইং তারিখে বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। যার নম্বর- ০১ তারিখ ০১/০৭/২০২২ খ্রিঃ ধারা- ৩৯৫ পেনাল কোড।
বিশেষ তথ্য প্রযুক্তির সহয়তায় ঘটনায় জড়িত কুষ্টিয়ার সদর থানাধীন বটতল গোলচত্বর ট্রাফিক বক্সের সামনে থেকে কুষ্টিয়া নওদাপাড়ার তাছের বিশ্বাসের ছেলে শাহজামাল (৩০), কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের (ভাংগীপাড়া) মৃত আজিম উদ্দিন এর ছেলে আলতাফ মন্ডল (৬০), কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের অক্ষর মন্ডলের ছেলে সোহেল হোসেন (৩০), মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল জোয়ার্দারের ছেলে আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৮), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের আব্দুল মান্নান ওরফে মনা বাগের ছেলে সালাউদ্দিন (৪০) বর্তমান ঠিকানা কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের (চাষী ক্লাবপাড়া) ও মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হামিদ মালিথার ছেলে তরিকুল ইসলাম (২৫)কে মামলার তদন্তভার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মামলার রহস্য উদঘাটন পূর্বক তাদেরকে আটক করে আলামত উদ্ধার করেন পুলিশ।
এদিকে, গত ২৪/০৯/২০২২ ইং তারিখে গাংনী থানার বামন্দী-দেবীপুর সড়কে রাত অনুমান সাড়ে ১১ টার দিকে রাস্তায় গাছ ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নিকট থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ঘটনায় বামন্দী পশ্চিমপাড়ার ফজল ইসলামের ছেলে রনি ইসলাম বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার নাম্বার-২৬ তারিখ ২৫/০৯/২০২২ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
অপরদিকে, গত ১১/১০/২০২২ ইং তারিখে মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী- ছাতিয়ান সড়কে গাছ ফেলে রাত অনুমান ৯টার দিকে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় জোড়পুকুরিয়া গ্রামের মৃত উজির আলীর ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। যার নাম্বার-৮ তারিখ ১৩/১০/২০২২ খ্রিঃ ধারা-৩৯৫ পেনাল কোড।
আটককৃত টাকার দলের সদস্যরা উল্লেখিত ৩টি ডাকাতি মামলার ঘটনার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।