মেহেরপুরে ৬টি স্বর্ণের বার ও নারীসহ দুই জনকে আটক করেছেন সদর থানা পুলিশ। বুধবার সকালে শহরের বড়বাজার এলাকায় জোসনা বেকারীর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো ঢাকা মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতেমা লিপি (৩৯) ও নারায়ণগঞ্জের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ (২৪)।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে লিপি ও মাসুদ ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বুধবার ভোরে তারা পৌঁছায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায়। সেখান থেকে একটি রিকশাযোগে কাথুলী বাসস্ট্যান্ড এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। রিকশাটি বড়বাজার এলাকায় জোসনা বেকারির সামনে পৌছুলে পুলিশের সন্দেহ হয়। রিকশাটির গতিরোধ করে তাদের দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে পাশের একটি কক্ষে নারী পুলিশ সদস্য দিয়ে কানিজ ফাতেমা লিপি’র দেহ তল্লাশি করে তার পায়ুপথ থেকে কালো টেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু উদ্ধার করা হয়। টেপ খুলে পাওয়া যায় ৬টি স্বর্ণের বার।
৬টি বারের বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের বার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে আনা হয়। তবে কার কাছে স্বর্ণের বার গুলো দেওয়া হতো তাকে খুঁজে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।