মেহেরপুর-মিরপুর পর্যন্ত সড়কের পাশে মেহেরপুর অংশের প্রায় ৩০ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার (১ মার্চ) সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে প্রায় অর্ধশতাধিক দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ ভাঙা পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারি সচিব অনিন্দিতা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর থেকে খলিশাকুন্ডি পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও নির্দিষ্ট কিছু এলাকায় চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে মাস খানেক আগে থেকে সড়কের পাশে অবৈধ দখলদারদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে নোটিশ ও মার্কিং করা হয়।
নির্ধারিত সময় শেষে মেহেরপুর বাসস্ট্যান্ড (ওয়াবদা) এলাকা থেকে একাধিক বুলডোজার দিয়ে একযোগে রাস্তার দু’পাশেই অভিযান চালানো হয়েছে। আগামী ৪ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মকর্তা।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা -কর্মচারী, মেহেরপুর জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উচ্ছেদ কাজে সহযোগিতা করেন।