মেহেরপুরের গাংনী উপজেলার ৪টি ইউনিয়নে ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
বুধবার (০৯ ফেব্রুয়ারী) আম্ফান প্রকল্প ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এসব প্রকল্প সমূহের মধ্যে রয়েছে সড়ক পুনর্বাসন, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ।
প্রকল্প গুলো হলো- কাথুলী ইউপি হতে কাজিপুর বাজার পর্যন্ত সড়ক পুনর্বাসন। চুক্তি মূল্য- ১,৮৭,১০,০৯৫ টাকা, বাস্তবায়ণে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গাঁড়াডোব কাসারী- ভাটপাড়া ভায়া শ্যামপুর (শ্যামনগর)। চুক্তি মূল্য- ২,১৩,০৯,৭২৮ টাকা, বাস্তবায়ণে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
রায়পুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, চুক্তি মূল্য-৬৮,৫৪,২৫০ টাকা, বাস্তবায়ণে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
বামন্দি হতে নওদাপাড়া পর্যন্ত সড়ক পুনর্বাসন, চুক্তি মূল্য- ৪,৩৯,২৮,৭৩৪ টাকা, বাস্তবায়ণে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি বিভিন্ন পথ সভায় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বিলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে মেহেরপুর-২ (গাংনী) আসনকে ক্ষুদা, দারিদ্র ও মাদকমুক্ত আদর্শ শহর হিসাবে গড়ে তুলতে চাই।
এ সময় উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মনিরুজ্জামান মনি মাস্টার, নজরুল ইসলাম, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, বামন্দি ক্যাম্প ইনচার্জ শরিফ হাবিব ও টিমের সদস্যরাসহ দলটি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পথ সভায় উপস্থিত ছিলেন।