করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে প্রচারিভিযান চালানো হয়েছে।রোববার সকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার সড়কগুলোতে এ প্রচারিভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়। এ সময় জনগণকে মাস্ক বিহীন বাইরে না আসার আহ্বান জানানো হয়। প্রচার অভিযান পরিচালনার সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খাঁনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।