করোনা ভাইরাস নিয়ন্ত্রনে কঠোরতম লকডাউনের ১১তম দিনে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ৯ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার পৌর এলাকা, বামন্দি বাজারসহ বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, মাস্ক ব্যবহার না করে চলাফেরা করা, মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহনের কারণে ৯ জনের নিকট থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।