মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু (৭০) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (০৮ মার্চ) রাত ১১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) বোরহানউদ্দিন চুন্নু আমঝুপী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান ডা. মহিউদ্দিন এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট জনিত সমস্যায় ঢাকাতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (৯ মার্চ) সকাল ১০ টায় ঢাকা থেকে মরদেহ নিজ বাড়ি আমঝুপিতে এসে পৌঁছেছে। তাকে শেষবারের মতো দেখার জন্য রাজনৈতিক ব্যক্তি বর্গসহ এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শনিবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার সময় আমঝুপী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হবে। সকল আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজার নামাজে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুকালে বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।