কুষ্টিয়া দৌলতপুরের নাটনাপাড়া গ্রামের মূলাম (৪৫) নামের এক দিনমজুর গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মুলাম হোসেন কুষ্টিয়া দৌলতপুরের নাটনাপাড়া গ্রামের আফেল উদ্দিনের ছেলে।
একই গ্রামের মোটর সাইকেল চালক দারেজউদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য তৈজদ্দিন জানান, তিনি গাংনীর সন্ধানী সংস্থা এলাকায় বিল্ডিং তৈরি করছেন এবং মুলাম সেই বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছেন। দিনের কাজ শেষে একই এলাকায় বাড়ি হাওয়ার সুবাদে তিনি মুলামকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার চেংগাড়া বাজার এলাকায় পৌঁছালে তৈজদ্দিন মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের উপর পড়ে যান। এমন সময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক (যার নাম্বার কুষ্টিয়া- ট-১১-২৭২০)
নিচে পড়ে মোটর সাইকেল আরোহী মুলাম মারাত্মকভাবে আহত হন। এ সময় আহতবস্থায় প্রাণে বেঁচে যান মোটর সাইকেল চালক তৈজদ্দিন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস পারভেজ মুলামকে মৃত ঘোষণা করেন এবং আহত তৈজদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।