গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলী। আজ সোমবার দুপুরে গাংনী প্রেসক্লাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহাবুব আলম। বক্তব্য রাখেন. জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক এমপি মকবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামীঔলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, লেলিন কনস্ট্রাশনের স্বত্ত্বাধিকারী ফারুক হাসানসহ আওয়ামীলীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মেয়র আহম্মেদ আলী বলেন, তিনি পৌরসভার সব ধরণের উন্নয়নের দিকে খেয়াল রাখবেন। এর আগে নব নির্বাচিত মেয়র প্রেসক্লাবে এসে পৌছালে তাকে ফুলের তোড়া উপহার দেয়া হয়।